Hom Sliderবাংলাদেশ

জলাবদ্ধতা ও কালুরঘাটের ভোগান্তি কমাতে জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে: এমপি নোমান


চাটগাঁর সংবাদ ডেস্কঃ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন ও কালুরঘাটে জনগণের ভোগান্তি কমাতে সরকারের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সাংসদ ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

শনিবার (১২ আগস্ট) চাটগাঁর সংবাদ পত্রিকার কার্যালয় পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘চট্টগ্রামের জলাবদ্ধতা প্রমান করে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও ওয়াসা কতৃপক্ষের সমন্বয়হীনতা রয়েছে। এজন্য সরকারের ঊর্ধ্বতন কতৃপক্ষ থেকে এসব সেবা সংস্থাসমূহকে সমন্বয় করে কাজ করার বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে।’

এসময় কালুরঘাট সেতুর সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বিঘ্নে রেল চলাচল উপযোগী করতে সেতুটির সংস্কার অতীব জরুরি। এর সংস্কার কাজ চলমান থাকায় স্থানীয় মানুষদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু এটি সাময়িক। বড় কিছু পেতে হলে কিংবা কোনো কিছু মেরামত করতে হলে একটু দুর্ভোগ হবেই। তবে ভোগান্তি কমাতে ফেরির সংখ্যা বাড়ানোর জন্য সড়ক ও জনপদ বিভাগের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে তাগিদ দিয়েছি।’

এসময় চাটগাঁর সংবাদ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে তিনি সম্পাদক নুরুল আবছার চৌধুরীর উদ্দেশে বলেন, ‘সরকারের উন্নয়ন বৃহত্তর চট্টগ্রামবাসীর প্রত্যাশা পূরণে পত্রিকাটি মাইল ফলক হিসেবে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি।’


Related posts

ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের সাথে শুভেচ্ছা বিনিময় কৈয়ূম চৌধুরীর

Chatgarsangbad.net

জঙ্গিরা যেনো দেশ ছেড়ে পালাতে না পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

Chatgarsangbad.net

প্রধান শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবিতে বড়হাতুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

Chatgarsangbad.net

Leave a Comment