লোহাগাড়ার সরকারি দপ্তরগুলোতে ইউএনওর আকস্মিক পরিদর্শন


মুহাম্মদ নাছির উদ্দীন, লোহাগাড়াঃ উপজেলার সরকারি দপ্তরগুলো আকস্মিক পরিদর্শন করেছেন ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান। সোমবার (২৪ জুন) তার এই হঠাৎ পরিদর্শনে বিস্মিত হয়েছেন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এসময় ভূমি অফিস সাব রেজিস্ট্রার অফিস উপজেলা পরিষদ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন তিনি।

আরও পড়ুন লোহাগাড়ায় বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পরিদর্শনকালে দপ্তরগুলোতে দালাল ও হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য তাগিদ প্রদান করা হয়। এসময় উপস্থিত সেবা গ্রহীতাদের সরাসরি অফিসে এসে সেবা গ্রহণ ও সরকারি নির্ধারিত অর্থের বাইরে অতিরিক্ত অর্থ প্রদান না করার জন্যও সবাইকে সচেতন হওয়ার জন্য আহবান জানান।

এ সময় লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সালাহ উদ্দিন হিরু উপস্থিত ছিলেন।


Related posts

কক্সবাজারে হ্যাচারীতে ডেকে নিয়ে বৃদ্ধাকে হত্যা, এনসিপি নেতা রাইয়ান কাশেমসহ আটক-৪

Md Maruf

দেড় লাখ টাকায় দেশ ছাড়েন বিপ্লব কুমার!

Chatgarsangbad.net

২৮ অক্টোবর প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে চন্দনাইশে পথসভা

Chatgarsangbad.net

Leave a Comment