নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের চন্দনাইশে ২৮ অক্টোবর কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত টানেল উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে ও জনসভাকে সফল করার লক্ষ্যে চন্দনাইশে পথসভার আয়োজন করে আওয়ামী লীগ ।
গত বুধবার বিকালে এ উপলক্ষে প্রচারণা চালিয়ে একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এক পথসভার আয়োজন করা হয়। এতে চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরীর সভাপতিত্বে ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোজাহেদ বিন কায়সার, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, শ্রম সম্পাদক নাছির উদ্দীন মাহমুদ, সদস্য শওকত হোসেন ফিরোজ, শেখ হেলাল, লোহাগাড়া আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জায়েদ বিন কাশেম, কাউন্সিলর আলমগীর, পহর উদ্দিন, শাহ আলম, মমতাজ লিলি, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ নেতা বোরহান উদ্দিন গিফারী, সাংস্কৃতিক সংগঠক নুরুল আমজাদ চৌধুরী, কাজী শিমুল সহ স্থানীয় যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply