সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন ধর্মঘট চলছে বান্দরবানে


অনলাইন ডেস্কঃ সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরানোসহ বেশ কয়েকটি দাবিতে বান্দরবানে পরিবহন ধর্মঘট চলছে। এতে সারা দেশের সঙ্গে জেলাটির পরিবহন যোগা‌যোগ বন্ধ রয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ পরিবহন ধর্মঘট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

দাবিগুলো হলো- বিআরটিএ এর অনুমোদন ও পারমিটবিহীন ছিল গাড়ি চলাচল নিষিদ্ধ করা।

পারমিটবিহীন দূরপাল্লার এসি/নন এসি বাস চলাচল নিয়ন্ত্রণ করা এবং দূরপাল্লার গাড়ি রুট পারমিটের শর্ত ভঙ্গ করে লোকাল রোডের যাত্রী বহন করতে না পারা।

চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ বান্দরবান সড়ক ও আনোয়ারা বাঁশখালী উপসড়কে অবৈধ ইজিবাইক, টুকটুকি, ব্যাটারিচালিত রিকশা, টমটম ও রেজিস্ট্রেশনবিহীন অবৈধ ত্রি-হুইলার ও যাত্রী বহনকারী পিকআপ চলাচল বন্ধ করা।

চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ বান্দরবান জেলার সড়ক ও আনোয়ারা বাঁশখালী উপসড়কে রোড পারমিটধারী বাস, মিনিবাস রিকুইজিশন করে দেশের প্রত্যন্ত জেলা-উপজেলায় পাঠানোর নামে রিকুইজিশন বাণিজ্য বন্ধ করা। ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রাফিক জরিমানার বৈষম্য এখনই দূর করা।

সড়কের উভয় পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা এবং সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী হাটবাজার অন্যত্র সরিয়ে নেওয়া।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধের স্বার্থে খোলা ট্রাকে লবণ ও মাটি পরিবহন নিষিদ্ধ করা। বহদ্দারহাট বাস টার্মিনাল পরিত্যক্ত করে দেওয়ার ষড়যন্ত্র বন্ধ ক‌রে অবিলম্বে বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কার ও নিরাপত্তার ব্যবস্থা করা।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন


Related posts

শোক দিবসে জেলা প্রশাসনের র‌্যালি ও আলোচনা সভা

Chatgarsangbad.net

সালাম সবার প্রতি শান্তির বার্তা

Chatgarsangbad.net

আমুর বাসভবনে ১৪ দলের সভা আজ

Chatgarsangbad.net

Leave a Comment