আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদ

বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ২১ অক্টোবর


অনলাইন ডেস্কঃ ষাট দশকের ছাত্র আন্দোলনের অন্যতম পুরোধা, অবিভক্ত চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি, ‘৬৯-এর গণঅভ্যুত্থানে চট্টগ্রামে গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর বিভাগীয় প্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদ-এর ১৭তম মৃত্যুবার্ষিকী আগামী ২১ অক্টোবর। ২০০৬ সালের ২১ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।

এ উপলক্ষ্যে আগামী ২১ অক্টোবর শনিবার সকাল ১০টায় নগরীর চট্টগ্রাম প্রেস
ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করা
হয়েছে। এতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।

সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদ স্মরণসভা কমিটি চট্টগ্রাম আয়োজিত এ স্মরণসভায় দেশবরেণ্য বীর মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী ও সাংবাদিকগণ স্মৃতিচারণ করবেন।

উক্ত স্মরণসভায় সংশ্লিষ্ট সকলকে ও সংগঠন সকল কর্মকর্তা-সদস্যদের যথাসময়ে
উপস্থিত থাকার জন্য স্মরণসভা কমিটির চেয়ারম্যান মো. খোরশেদ আলম,
মহাসচিব স ম জিয়াউর রহমান ও সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান,
আবদুল মান্নান রানা বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর