আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: সিরাজউদ্দৌলা রোডের এক পার্শ্বের সড়ক ব্লক করে চলছে উন্নয়ন কাজ

রাস্তা ব্লক, আন্দরকিল্লায় যানজট


অনলাইন ডেস্কঃ নগরীর আন্দরকিল্লার সিরাজউদ্দৌলা রোডে সংস্কার কাজ করতে গিয়ে সড়কটি ব্লক করার কারণে দীর্ঘ যানজটে অসহনীয় দুর্ভোগে পড়েছেন অসংখ্য যাত্রী-পথচারী। বুধবার (৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে আন্দরকিল্লার মোড়ে তীব্র যানজট লক্ষ্য করা গেছে।

ছবি: সড়ক সাময়িক বন্ধ থাকার কারনে আন্দকিল্লার মোড়ে যানজট

সরেজমিন দেখা গেছে, সিরাজউদ্দৌলা রোডে চসিক ভবন সংলগ্ন একটি ভবন ভাঙ্গতে সড়কটিতে স্কেভেটরসহ কয়েকটি বড় গাড়ি প্রবেশ করায় পার্শবর্তী মোমিন রোড, চকবাজার, সাবেরিয়া, বক্সিবিট, কাটাপাহাড়সহ বেশ কয়েকটি সড়কে যানজট ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন ‘আন্দরকিল্লায় হচ্ছে সমবায় ব্যাংকের বহুতল ভবন’

এদিকে এ যানজটে দুর্দশায় পড়েছেন স্কুল-কলেজ, অফিসসহ বিভিন্ন জরুরি কাজে যাতায়াতকারীরা।

বিষয়টি বিবেচনা করে ট্রাফিক নিয়ন্ত্রণে আন্দরকিল্লার মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাগরিকরা বলছেন, যদি এ ধরনের উন্নয়ন কাজ কিংবা জরুরি কাজ বাস্তবায়ন করতে হয় তাহলে সেটি নগরবাসী যাতে দুর্ভোগে না পড়ে সেভাবে করতে হবে। অনেকে বলছেন এ ধরনের উন্নয়ন কাজ নোটিশের মাধ্যমে রাতে যখন যানচলাচল কম থাকে সে সময়ে করা উচিত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর