চট্টগ্রাম

চন্দনাইশে অস্ত্রসহ তিন পাহাড়ি সন্ত্রাসী আটক


মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশে তিন পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৮ জুলাই) রাতে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের দুর্গম এলাকায় ওসি আনোয়ার হোসনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন-পশ্চিম ধোপাছড়ির কিলিরাম ত্রিপুরা, একই এলাকার যেহেল ত্রিপুরা, বিক্রমপুরা পাড়ার সুভাষ ত্রিপুরা। এসময় তাদের কাছ থেকে এক নলা বন্ধুক ধামা, গানপাউডার, রশি উদ্ধার করা হয়েছে। এর আগে শনিবার দুপুর তিনটার দোহাজারী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের এক সহযোগীকে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করা হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দুর্গম এলাকার সুযোগ নিয়ে পাহাড়ি সন্ত্রাসীগোষ্ঠী অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজিসহ নানা অপরাধ করে গা ঢাকা দিত৷ তাদের ধরতে পুলিশের নজরদারি অব্যাহত ছিল। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য জানা যাবে।


Related posts

বাঁশখালী ও লোহাগাড়ায় যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

Chatgarsangbad.net

চন্দনাইশে ৭ হাজার পিস ইয়াবাসহ বাসের সুপারভাইজার গ্রেফতার

Chatgarsangbad.net

ভোটের প্রচারণার প্রস্তুতি

Chatgarsangbad.net

Leave a Comment