অনলাইন ডেস্কঃ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বহর থেকে ছিটকে পড়েছেন। তার স্থলে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে মনোনয়ন দেওয়া হয়েছে। যদিও মহেশখালীর জনসভায় এসে আশেক উল্লাহ রফিককে সবার হাতে তুলে দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী।
আরও পড়ুন পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় আ. লীগের মনোয়নন পেলেন যারা
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক সাবেক আওয়ামী লীগ নেতা মরহুম অ্যডভোকেট রফিক উল্লাহর ছেলে।
কক্সবাজার ৩ (সদর-রামু-ঈদগাহ) টানা চতুর্থবারের মতো মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
বহুল আলোচিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বদি কিংবা বদির ছেলে কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। পেয়েছেন বদির স্ত্রী শাহীন আক্তার। এবার বদি নিজেই নির্বাচনী বহরে যুক্ত হতে চেয়েছিলেন।
তথ্যসূত্র: সিভয়েস২৪
Leave a Reply