পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় আ. লীগের মনোয়নন পেলেন যারা


অনলাইন ডেস্কঃ পার্বত্য চট্টগ্রামের ৩ জেলাতে পুরনোদের উপরই আস্থা রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রবিবার (২৬ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ. লীগের দলীয় কার্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সে তালিকায় পার্বত্য জেলায় রাঙ্গামাটি থেকে দীপঙ্কর তালুকদার, খাগড়াছড়ি থেকে কুজেন্দ্র লাল ত্রিপুরা ও বান্দরবান থেকে বীর বাহাদুর উশৈ সিংকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আরও পড়ুন চট্টগ্রামে ১৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

প্রসঙ্গত, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য দীপংকর তালুকদার ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন এবং এর মধ্যে ২০০১ ও ২০১৪ ছাড়া বাকি চারবার নৌকা প্রতীকে জয়লাভ করেন। টানা সপ্তমবারের মতো তিনি এবারো নৌকার মনোনয়ন পেয়েছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ১৯৯১ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রত্যেক নির্বাচনে নৌকার টিকিট পেয়ে টানা ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। এবারো তিনি টানা সপ্তমবারের মতো নৌকার মনোনয়ন নিশ্চিত করলেন। অন্যদিকে খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এবারসহ টানা তিনবার নৌকার মনোনয়ন নিশ্চিত করেছেন। ২০১৪, ২০১৮ সালে তিনি টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

তথ্যসূত্র: সংগৃহীত


Related posts

চট্টগ্রাম শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্তদের মিলনমেলা ৯ জুলাই

Chatgarsangbad.net

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Chatgarsangbad.net

নাইক্ষ্যংছড়িতে আনন্দে মুখর কৃষক, মাঠজুড়ে সোনালি ধানের হাসি

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment