আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ষষ্ঠ উপজেলা নির্বাচনের মাঠে থাকছে ৪১৮ প্লাটুন বিজিবি


অনলাইন ডেস্কঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (০৮ মে) অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তায় দায়িত্ব পালন করবে বিজিবি।

আরও পড়ুন ষষ্ঠ নির্বাচন: চট্টগ্রাম বিভাগে তৃতীয় ২৫ চতুর্থ ৯ পঞ্চম ধাপে ৮ উপজেলায়

‘ইন এইড টু দ্য পাওয়ার’ এর আওতায় ৬ মে থেকে ১০ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা মাঠে থাকবে।

প্রসঙ্গত,ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কর্মকাণ্ডের সমন্বয় করতে নেতুত্ব দিচ্ছেন জেলা ম্যাজিস্ট্রেট। তার সাথে অন্যান্যরা হলেন- জেলা নির্বাচন অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপারের প্রতিনিধি।

তথ্যসূত্র: সংগৃহীত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর