চট্টগ্রাম মেডিকেলের আনসারের লাঠির আঘাতে আহত রোগীর স্বজন


চাটগাঁর সংবাদ ডেস্ক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আনসার সদস্যের লাটির আঘাতে মাথা ফেটে গেছে এক রোগীর স্বজনের। আহত ব্যক্তি হচ্ছেন মো. মাহফুজ। মঙ্গলবার রাত ৮টার দিকে হাসপাতালের ছয় তলায় ৩৩ নম্বর প্রসূতি বিভাগের ফটকে তাকে আঘাত করেন আনসার সদস্য মো. রফিকুল ইসলাম। আহত মাহফুজের মাথায় সেলাই ও ব্যান্ডেজ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া অভিযুক্ত রফিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আনসারের জোন কমান্ডারকে নির্দেশ দেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান। এরপর তাকে হাসপাতাল থেকে প্রত্যাহার করা হয়।

জানা গেছে, ওয়ার্ডে প্রবেশ ও বের হওয়া নিয়ে আনসার সদস্যের সঙ্গে মাহফুজের প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর তা হাতাহাতির পর্যায়ে যায়। এক সময় রফিকুল ইসলাম মাহফুজকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। পরে সেখানে হাসপাতালে কর্তব্যরত পুলিশ ও হাসপাতালের ওয়ার্ড মাস্টার উপস্থিত হন।

এ বিষয়ে হাসপাতালে কর্তব্যরত আনসারদের ইনচার্জ জিয়াউর রহমান জানান, ঘটনার পর আমাদের আনসার কমান্ডার এসেছেন। বিষয়টি তিনি দেখছেন। এই ঘটনায় জড়িতদের সঙ্গে কথা বলছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, আনসার ছয় তলায় লাঠি নিয়ে ডিউটি করবে কেন? ওখানেতো তার হাতে লাঠি থাকার কথা নয়। প্রসূতি বিভাগে ঝামেলা বেশি থাকে যদিও। তবু সে তো স্বজনের গায়ে হাত তুলতে পারে না। এ জন্য তাকে শাস্তির আওতায় আনার জন্য আনসার জোন কমান্ডারকে বলেছি। মাহফুজকে চিকিৎসা দেওয়া হয়েছে।


Related posts

কর্ণফুলীতে ৫শত শিক্ষার্থীর অংশ গ্রহনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা

Chatgarsangbad.net

শুক্রবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

বন্যায় অসহায় মানুষের পাশে মানবিক গাউছিয়া কমিটি

Chatgarsangbad.net

Leave a Comment