Hom Sliderবাংলাদেশ

জেলহত্যা মামলার পলাতক আসামিদের ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


জাতীয় চার নেতা হত্যার মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগারে জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলহত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত যেসব আসামি বিদেশে আছে, তাদের আমরা দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তাদের দেশে ফিরিয়ে এনে রায় অনুযায়ী সাজা কার্যকর করা হবে।

সরকার তো বলছে তাদেরকে দেশে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে, আসলে এ বিষয়ে কোনো অগ্রগতি আছে কি না জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। তাদের সঙ্গে আমরা কথা বলছি। আশা করি তাদের ফিরিয়ে নিয়ে আসতো পারব।

তথ্যসূত্র: দেশ রূপান্তর


Related posts

টাকার মান কমায় কমছে না নিত্যপণ্যের দাম

Chatgarsangbad.net

সমুদ্রযাত্রায় ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি, অসুস্থ টাইগাররা

Chatgarsangbad.net

হাটহাজারীর মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকসহ ১৭৯ পদ শূণ্য

Chatgarsangbad.net

Leave a Comment