আজ ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

বন ও পরিবেশ আইন সংশোধন চায় জেলা প্রশাসন


অনলাইন ডেস্কঃ সরকারি উদ্যোগে রোপন করা গাছ বাঁচাতে বন ও পরিবেশ আইন সংশোধন করার প্রস্তাব রাখতে যাচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এই আইনের আওতায় গাছ কাঁটার বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধান না থাকার কারণে প্রশাসন এ উদ্যোগে নিতে যাচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে খসড়া প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। খুব শিগগির এ প্রস্তাব লিখিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

জানতে চাইলে এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান চাটগাঁর সংবাদকে বলেন, ‘এ বিষয়ে বর্তমানে যে আইনটি প্রচলিত রয়েছে তা কিছুটা সংশোধন করা জরুরি। তবে এটি বিষদ বিষয়। এখানে অনেকগুলো টার্ম রয়েছে। পুরোটা পর্যালোচনার পর সামারি তৈরি করা হবে। এরপর সেটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালে চট্টগ্রামে ২৪ লাখ গাছের চারা রোপন করবে জেলা প্রশাসন। সম্প্রতি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভায় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান গাছ কর্তনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেছেন, ‘২০২৩ সালে আমরা ২৩ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছিলাম। ২৩ লাখ গাছের মধ্যে যেগুলো টিকেনি সেগুলোর অডিটিং করে পুনঃস্থাপন করা হবে। এসময় বিনা অনুমতিতে গাছ কাটার ব্যাপারেও উল্লেখ করেন তিনি। ২০২৩ সালের রোপণ করা ২৩ লাখ বৃক্ষের বর্তমান অবস্থা জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দ্রুত অডিট করতে নির্দেশও দেন তিনি।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর