অনলাইন ডেস্ক
চট্টগ্রাম থেকে আত্নপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল প্রগতিশিল গণতান্ত্রিক ফোরাম। আজ রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দলটি। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক নেতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নাজিম উদ্দিনকে প্রগতিশিল গণতান্ত্রিক ফোরামের চেয়্যারম্যান এবং চাকসুর নির্বাচিত জিএস আজিম উদ্দিনকে মহাসচিব ঘোষণা করে নতুন এই দলটির যাত্রা। সংবাদ সম্মেলনের পর ঢাকায় কনভেনশনের মাধ্যমে ঘোষণা করা হবে দলটির ১০১ সদস্যের কমিটি।
নতুন এই দলটি পরিচ্ছন্ন রাজনীতিবিদের সমন্বয়ে গঠিত হবে জানিয়ে দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জানান, আগামী দ্বাদশ নির্বাচনে দলীয় প্রার্থী দিতে প্রস্তুত নবগঠিত এই দলটি।
Leave a Reply