শীতে কাঁপছে দেশ, চট্টগ্রামেও কমেছে তাপমাত্রা


অনলাইন ডেস্কঃ তীব্র শতে কাঁপছে দেশ। চট্টগ্রামেও তাপমাত্রা নেমেছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। আগামি মঙ্গলবারের (১৬ জানুয়ারি) পরে তাপমাত্রা আরও কমে ঠাণ্ডা আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৩ জানুয়ারি) পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের বিস্তার হয়েছে। এ ছাড়া বেড়েছে তীব্রতাও, যা অব্যাহত থাকতে পারে।

বর্তমানে দেশের পাঁচটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগেরদিন যা চার জেলায় ছিল। আবার শুক্রবার (১২ জানুয়ারি) তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও তা নিচে নেমে ৮ ডিগ্রির ঘরে চলে এসেছে।

আরও পড়ুন আবহাওয়া পূর্বাভাসে দুঃসংবাদ

আবহাওয়া অফিস বলছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামি রবিবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

গত ২৪ ঘন্টায় সারাদেশে সবচেয়ে কম তাপমাত্রা ছিলো দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ফেনী ও বান্দরবানে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিলো টেকনাফে।


Related posts

বিসিএস আবেদনে চালু হচ্ছে ‘ইউনিক আইডি’

Chatgarsangbad.net

আজিম গ্রুপ গার্মেন্টসের সামনে রাস্তায় চলাচলে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা

Chatgarsangbad.net

চান্দগাঁওয়ে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

Chatgarsangbad.net

Leave a Comment