আজ ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আজিম গ্রুপ গার্মেন্টসের সামনে রাস্তায় চলাচলে প্রতিনিয়ত প্রতিবন্ধকতা


আজিম গ্রুপ দেশের একটি স্বনামধন্য গার্মেন্টস প্রতিষ্ঠান। এই গার্মেন্টসটি চট্টগ্রামের বিসিক শিল্প এলাকায় ইউনিলিভারের সামনে অবস্থিত। কিন্তু গার্মেন্টস অদক্ষ ম্যানেজমেন্ট এইচ আর এবং সিকিউরিটি ডিপার্টমেন্টের চরম অবহেলার কারণে গান্টর্মেস কর্মীদের ছুটির সময় ভাড়া বাস গুলো যত্রতত্র অবস্থান করে রাখে। ফলে ইউনিলিভার সহ অন্যান্য প্রতিষ্টানের কর্মীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। এই জ্যামের ফলে দীর্ঘ ৩০ মিনিট /১ ঘন্টা অপেক্ষমান থাকতে হয়।

এ ব্যাপারে আজিম গ্রুফের ডি জি এম মোঃ শাহজাহানকে ফোনে জানানো হলে তিনি বলেন, যথাযথ কতৃপক্ষের মাধ্যমে যানজট নিরসনের পদক্ষেপ নিবেন। কিন্তু বর্তমান অবস্থা অবলোকন করে দেখা যায়, তিনি প্রতিশ্রুতি দিলেও যানজট এখনও বিদ্যমান এবং নিরসনের জন্য কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি। গর্মেন্টস কর্মীদের ছুটির সময় বাস গুলো দক্ষ নিরাপত্তা প্রহরী দিয়ে যদি একটি লাইনে সুশৃঙ্খলভাবে রাখা হয় তাহলে এলাকার অন্যান্য প্রতিষ্টান গুলো এই চরম ভোগান্তি থেকে মুক্তি পাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর