আজ ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

পটিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


ফারুকুর রহমান বিনজু, পটিয়া: পটিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ।
অজ্ঞাত ব্যক্তির বয়স ৫০ থেকে ৫৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার।

চাটগাঁর সংবাদ পত্রিকার সাথে আলাপকালে তিনি বলেন, ‘মঙ্গলবার (১৭ জুলাই) পৌর সদর মডেল মসজিদ সংলগ্ন এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। এরপর রাত ৪ টায় মরদেহটি উদ্ধার করা হয়।’

পুলিশ ওই মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অজ্ঞাতনামা ব্যক্তি হিন্দু সম্প্রদায়ের লোক হতে পারে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর