সৈয়দ আহমদ উল্লাহর (ক.) চান্দ্রবার্ষিক ওরশ ৫ জুন


অনলাইন ডেস্কঃ মাইজভাণ্ডার দরবার শরীফের প্রবর্ত্ত্বক গাউসুল আজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহর (ক.) চান্দ্রবার্ষিক ওরশ শরীফ আগামী ৫ জুন (বুধবার) অনুষ্ঠিত হবে। সম্প্রতি আঞ্জুমান এ মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব মাওলানা সৈয়দ তানজীদ হোসাইনের পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন মাইজভাণ্ডারে জ্যৈষ্ঠ মাসের ফল ফাতেহা

বিবৃতি অনুসারে, ওইদিন দরবার-এ-গাউসুলআজম মাইজভান্ডারী গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের ব্যবস্থাপনায় কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কুরআনুল কারীম, খতমে সহীহ বোখারী শরীফ, খতমে গাউসিয়া আলিয়া মাইজভাণ্ডারীয়া, তাওয়াল্লাদে গাউসিয়া, মুনাজাত, জিকরে সা’মা মাহফিল ও তাবাররুক বিতরণ।

ওরশ শরীফে ভক্ত আশেকানদের উপস্থিত থাকার কথা বলেছেন গাউসুল আজম মাইজভাণ্ডারীর উত্তরাধিকারী, অছিয়ে গাউসুল আজম, খাদেমুল ফোকরা, মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর (ক.) কর্তৃক মনোনীত স্থলাভিষিক্ত জিম্মাদার, মুন্তাজেম, জাঁ-নশীনে অছিয়ে গাউসুল আজম, আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)।


Related posts

ভাসানচর থেকে পালানোর সময় কোস্টগার্ডের হাতে আটক ২৪ রোহিঙ্গা

Chatgarsangbad.net

চট্টগ্রাম নগরীতে ৩১ কিমি সড়কের এলইডি বাতি প্রকল্পের উদ্বোধন

Mohammad Mustafa Kamal Nejami

ফিরিঙ্গিবাজারে রেড ক্রিসেন্টের সহায়তা পেলো ১২০ পরিবার

Chatgarsangbad.net

Leave a Comment