চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

পটিয়ায় ট্রেন যাত্রা বিরতির দাবিতে রেলমন্ত্রীকে স্মারকলিপি প্রদান


ফারুকুর রহমান বিনজু, পটিয়া

পটিয়া উপজেলা বৃটিশ আমল থেকে প্রসিদ্ব একটি জনপদ। প্রায় ১৫লাখ মানুষের বসবাস এই উপজেলায়।প্রধানমন্ত্রী কক্সবাজার রেলপথ উদ্বোধন করে বৃহত্তর পটিয়াবাসীর স্বপ্ন পুরোন করেন। বৃটিশ বিরোধী আন্দোলন সহ দেশের গৌরবময় অর্জনে পটিয়াবাসীর ব্যাপক অবদান আছে। সেই গৌরবময় পটিয়া হতে হাজার হাজার বিভিন্ন পেশাজীবি মানুষ কাজের তাগিদে সারাবাংলায় ছুটে যায়। যদি পটিয়া রেলস্টেশনে চলাচলের সকল ট্রেন যাত্রা বিরতি করে পটিয়াবাসীর দেশের বিভিন্ন জায়গায় আসা যাওয়ার উপকার হত।পটিয়াবাসীর উপকারের কথা চিন্তা করে মাননীয় পৌরসভার মেয়র আইয়ুব বাবুল কক্সবাজারগামী সকল ট্রেন পটিয়া রেলস্টেশন যাত্রাবিরতি ও চট্টগ্রাম দোহাজারী শাখা লাইনের বন্ধ হয়ে যাওয়া সকল ট্রেন,পটিয়া দোহাজারী ডেমু ট্রেন পুনরায় চালু করা ও ইদস্পেশাল স্হায়ীকরণের দাবীতে মাননীয় রেলমন্ত্রী জিল্লুল হাকীমকে গত মঙ্গলবার এক স্মারকলিপি প্রদান করেন। এতে মন্ত্রী দাবিগুলি বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

এসময়ে উপস্থিত ছিলেন আ,লীগের অর্থ ও পরিকল্পনা কমিটির সদস্য তসলিম উদ্দিন রানা,দ:জেলা কৃষক লীগের আহবায়ক সৈয়দ নুরুল আবচার মঈন উদ্দিন নেজামী,শহিদুল ইসলাম, এম এ জলিল, আবুল কালাম, নুরুল আলম,আবদুল আলম মিয়া ও জয়নাল সহ প্রমুখ।


Related posts

রাতের অন্ধকারে চন্দনাইশের এসিল্যান্ড ডিপ্লোমেসি চাকমার অভিযান, পাহাড়ের মাটিভর্তি ২টি ডাম্পার ট্রাক জব্দ

Chatgarsangbad.net

উখিয়ার ইনানীতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সস্ত্রীক দেখা মিললো!

Chatgarsangbad.net

হজের হুকুম আহকাম

Chatgarsangbad.net

Leave a Comment