ধর্মীয় বিধিনিষেধে জেন্ডারে অসমতা : চবিতে বিএনপিএস এর সেমিনারে বক্তারা


অনলাইন ডেস্কঃ জেন্ডার সমতা ও সমনাগরিকত্ব প্রতিষ্ঠায় গণতান্ত্রিক ও ইহজাগতিক মূল্যবোধ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে|

বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর আয়োজনে বৃহস্পতিবার (৫ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বলেন, জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সমাজ চেতনা জাগ্রত করতে তরুণদের এগিয়ে আসতে হবে জেন্ডার একটি সাংস্কৃতিক নির্মাণ। শুধু লৈঙ্গিক পরিচয়ে কেউ অসমতার শিকার হয় তেমনটা নয়। ধর্মীয় বিধিনিষেধ, সামাজিক অবস্থান ও প্রান্তিকতা এসব কারণেও নারী বৈষমের শিকার হয়। অধিকার, শিক্ষা, সম্পত্তি ও শ্রমের অধিকার সব বিষয়ে নারী বৈষম্যের শিকার, এখনও রাষ্ট্র-সমাজ তৃতীয় লিঙ্গের সমতা দিতে পারেনি। সমাজকে আলোকিত করা, সত্য জানানো, অধিকার নিশ্চিত করা শিক্ষার্থীদের দায়িত্ব। সমাজের মধ্যে থেকেই চেতনা জাগিয়ে তোলা জরুরী, আর এক্ষেত্রে রাষ্ট্রেরও একটি ভূমিকা রয়েছে।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌলা।

আরও পড়ুন চবির সেমিনার

তিনি বলেন, ‘ধর্মনিরপেক্ষতার বিষয়টি ৭২ এর সংবিধানে এমনিতে আসেনি, ঐতিহাসিক ভাবে এসেছে। স্বাধীনতার আগে, পাকিস্তানের রাজনীতিতে ধর্মের অপব্যবহার আমরা দেখেছি, একারনেই বঙ্গবন্ধুর সময়ে তৈরী সংবিধানে ধর্ম নিরপেক্ষতার বিষয়টি এসেছিল। সমাজকে আলোকিত করা, সত্য জানানো, অধিকার নিশ্চিত করা শিক্ষার্থীদের দায়িত্ব।’

সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেছেন বিএনপিএস চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক ফেরদৌস আহমদ। বক্তব্য রেখেছেন বিএনপিএস কেন্দ্রীয় কার্যালয়ের কর্মসূচি সমন্বয়কারী ও সেমিনারের সভাপতি মনিরুজ্জামান মুকুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন, নৃ বিজ্ঞান সহকারী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হক, লোক প্রশাসন বিভাগের প্রভাষক নওশীন ইসলাম, শরীফ চৌহান।

এসময় উপস্থিত ছিলেন বিএনপিএসের রুনা শাকিল আরা, এস এম এরশাদ উল করিম, তপন কান্তি, বিপ্লব দাশ, আবদুল করিম ও তানজিনা নূর প্রমুখ।


Related posts

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় লরি চালকের মৃত্যু

Mohammad Mustafa Kamal Nejami

মহেশখালীর শাপলাপুর উচ্চ বিদ্যালয়ে হেলথ অ্যান্ড জেন্ডার নলেজ ক্যাম্প অনুষ্ঠিত

Chatgarsangbad.net

গণহত্যার শিকার রোহিঙ্গা প্রত্যাবাসনে বৃহৎ শক্তি নিষ্ক্রিয় কেন?

Chatgarsangbad.net

Leave a Comment