আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন লে. কর্নেল মো. সাব্বির হাসান পিএসসি।

বান্দরবানে অপরাধ দমনে সাংবাদিকদের সাথে মতবিনিময়


ইসমাইল হোসেন, বান্দরবান প্রতিনিধিঃ অপরাধ দমনে সহায়তার জন্য বান্দরবানের লামা ও আলীকদম ২ উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে আলীকদম সেনা জোন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত আলীকদম সেনা জোন এর কনফারেন্স হল সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. সাব্বির হাসান পিএসসি (অধিনায়ক ৩১ বীর আলীকদম জোন)। আরো উপস্থিত ছিলেন মেজর মো. শওকাতুল মোনায়েম পিএসসি (উপ-অধিনায়ক ৩১ বীর আলীকদম জোন)।

লে. কর্নেল মো. সাব্বির হাসান জানান, বনজ ও খনিজ সম্পদ রক্ষার্থে, চাঁদাবাজি ও সন্ত্রাসী দমনে, মাদক চোরাচালান প্রতিরোধে দায়িত্বরত সাংবাদিকদের সহায়তা চান তিনি।

এসময় রিজার্ভ ফরেস্ট কর্তন করে কাঠ পাচারের বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ মায়ানমার সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে ও পর্যটকদের আগমন নিরাপদ করতে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যুরিস্ট গাইড ব্যবহারে পর্যটকদের উদ্বুদ্ধ করতে সাংবাদিকদের প্রচারণা অব্যাহত রাখার কথা জানিয়ে আরও কয়েকটি বিষয়ে সাংবাদিকদের সহযোগীতা চেয়েছেন তিনি। সেগুলো হলো-সরকারি বেসরকারি স্কুল এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকার উপস্থিতি নিশ্চিত করা, মোটরসাইকেল এবং টমটম চালকদের সচেতনতা বৃদ্ধি, রাষ্ট্রদ্রোহী মূলক কার্যক্রম দমন, পারিবারিক কলহ প্রতিরোধ, গোত্র, জাতি, ধর্ম, বর্ণ এবং স্থানীয় উপজাতীয় ও বাঙ্গালীদের জমি সংক্রান্ত বিরোধ।

জোন কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ সম্পর্কে তিনি আরও জানান, ‘শিক্ষা সহায়তা, সুপেয় পানির ব্যবস্থা, বন্যা দুর্যোগ মোকাবেলা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ধর্মীয় অনুষ্ঠানে সহায়তা। দায়িত্বপূর্ণ এলাকায় বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, সন্ত্রাস দমনের জোন কর্তৃক গৃহীত ব্যবস্থা, সেনাবাহিনী সম্পর্কে কোন নেতিবাচক সংবাদ প্রচারের ক্ষেত্রে নিশ্চিত করণ, আসন্ন নির্বাচনে সহিংসতা প্রতিরোধ।’

সভা চলাকালে এইসএসসি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করেছে আলীকদম সেনা জোন।

সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মমতাজ উদ্দিন আহমদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ কামালুদ্দিন, মোহাম্মদ কামরুজ্জামান, তানফিজুর রহমান, শুভ রঞ্জন বড়ুয়া, জয় দেব রাজসহ লামা ও আলীকদম উপজেলার প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের সাংবাদিকবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর