Uncategorized

৭নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিলেন এসএম জামাল উদ্দিন


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
২০১৭ সালের ১১মে দোহাজারী পৌরসভা প্রতিষ্ঠার ছয় বছর পর গত ৩১ মে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে

প্রথম বারের পৌর নির্বাচনকে সামনে রেখে ৭নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সৎ ও আদর্শবান ব্যক্তিত্বসম্পন্ন, মানবতাবাদী, গরিব অসহায়ের কল্যাণে নিবেদিতপ্রাণ বলে সর্বজন স্বীকৃত সমাজসেবক ইউনিয়ন পরিষদ থাকাকালীন ৭ নম্বর ওয়ার্ড থেকে বার বার নির্বাচিত ইউপি সদস্য এস.এম জামাল উদ্দিন।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে চন্দনাইশ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই মনোনয়ন ফরম জমা দেন তিনি।

মনোনয়ন ফরম জমাদানের সময় উপস্থিত ছিলেন- দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবু ছাদেক মোহাম্মদ মহসিন আজাদী, খলিলুর রহমান সুজন প্রমূখ।

মনোনয়ন ফরম জমাদান পরবর্তী সময়ে এক প্রতিক্রিয়ায় এসএম জামাল উদ্দিন বলেন, “৭নং ওয়ার্ডবাসির ভালোবাসা ও তাদের প্রত্যাশা পূরণে আমি নির্বাচন করছি। ইউনিয়ন পরিষদ থাকাকালীন ৭ নম্বর ওয়ার্ডবাসী আমাকে ভোট দিয়ে বার বার নির্বাচিত করেছেন। আমি সব সময় আমার ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে তাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। ওয়ার্ড বাসীর ভালোবাসা ও দোয়া নিয়ে আমি আরও এগিয়ে যেতে চাই। ইউনিয়ন পরিষদের মেম্বার থাকাকালীন বিগত দিনে আমি কোন অন্যায় ও দুর্নীতি করি নাই। ৭ নম্বর ওয়ার্ডের মানুষের উন্নয়ন আর বি়ভিন্ন সমস্যা সমাধানে নিজেকে ব্যস্ত রেখেছি। আমার আত্মার সাথে এই ওয়ার্ডের মানুষের সম্পর্ক। কোনো সমস্যা নিয়ে আমার কাছে গেলে কেউ বিমুখ হয়নি কোনো দিন। এই ওয়ার্ডের কোথায় কি সমস্যা তা আমার নখদর্পণে রয়েছে এবার নির্বাচিত হলে আমি আমার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে পারবো। পরিশেষে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁকে ভোট দিয়ে আবারো জয়যুক্ত করার জন্য ৭নম্বর ওয়ার্ড বাসীর প্রতি আহবান জানান।


Related posts

ফেব্রুয়ারিতে কালুরঘাটে চালু হচ্ছে ফেরি

Chatgarsangbad.net

চন্দনাইশে ২টি ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা

Chatgarsangbad.net

পাঁচ শত শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালায়:এডিসি মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ

Chatgarsangbad.net

Leave a Comment