চট্টগ্রাম

চার বারের সেরা অতিরিক্ত পুলিশ সুপার নির্বাচিত শিবলী নোমান


মোঃ শহীদুল ইসলামঃ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন সাতকানিয়া লোহাগাড়া সার্কেল মোহাম্মদ শীবলী নোমান। বুধবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ঘোষণা দিয়ে তার হাতে ‘বেস্ট সার্কেল’ অ্যাওয়ার্ড তুলে দেন।

জানা যায়, স্বল্প সময়ে বেশ কিছু গুরত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ইয়াবা উদ্ধার, চোরাই মোটরসাইকেল উদ্ধার, আদালতের ওয়ারেন্ট তামিল ও মামলা নিষ্পত্তিতে অবদান রাখায় তাকে চট্টগ্রামের সেরা চার বারের মত অতিরিক্ত পুলিশ সুপার নির্বাচিত করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুদীপ্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন উপস্থিত ছিলেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান বলেন, শ্রেষ্ঠত্ব পুরস্কার আমার দায়িত্বভার কর্মদক্ষতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে বলে জানান তিনি।


Related posts

কেরানীহাট আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২২২তম শাখা উদ্বোধন

Md Maruf

একাদশে ভর্তির নতুন নির্দেশনায় আবেদন ১১ জুন পর্যন্ত

Chatgarsangbad.net

সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পাশে প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশন

Chatgarsangbad.net

Leave a Comment