অনলাইন ডেস্কঃ বাংলাদেশের জাতীয় উৎপাদনশীলতার মহাপরিকল্পনা বাস্তবায়নে চট্টগ্রামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি)
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ‘প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট থ্রো ইমপ্লিমেন্টিং বাংলাদেশ ন্যাশনাল প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যান ২০২১-২০৩০’ শীর্ষক এ সেমিনারে ২০৩০ সালে মধ্যে জাতীয় উৎপাদনশীলতার মহাপরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন এনপিও পরিচালক (উপসচিব) আবুল কাশেম মুহাম্মদ শাহীন।
আরও পড়ুন জাতীয় উৎপাদনশীলতা দিবসে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী
এতে চিটাগাং ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিডাব্লিউসিসিআই) পক্ষে উপস্থিত ছিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক ফ্যাশন ডিজাইনার আইভি হাসান এবং পরিচালক আমেনা শাহীন।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধি।
Leave a Reply