আজ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

এবার গ্রীষ্মকালীন ছুটি পাচ্ছেন না মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা


চাটগাঁর সংবাদ ডেস্ক: মাধ্যমিক পর্যায়ের স্কুলের গ্রীষ্মকালীন ছুটি এবার বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে এ ছুটি শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে। বুধবার ( ১৯ জুলাই) সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে বেসরকারি শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়ন শেষ করতে হবে।’ শিক্ষামন্ত্রী জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়। একই সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি হওয়ারও কথা জানান দীপু মনি।

তথ্যসূত্র: বণিক বার্তা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর