আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি

খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় ওমরাহ হজ্জ করেছেন সৌদি প্রবাসী বিএনপির নেতাকর্মীরা


অনলাইন ডেস্কঃ বিএনপি চেয়রপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় ওমরাহ হজ্জ পালন করেছেন সৌদি প্রবাসী বিএনপির নেতাকর্মীরা।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা, দীর্ঘজীবন এবং তার নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তির দ্বারা গণতন্ত্র পুর্নরুদ্ধারের সফলতা কামনা করেন ওমরাহ পালনকারীরা।

সম্প্রতি গণমাধ্যমে পাঠানো বিবৃতি এ তথ্য জানায় মক্কা বিএনপি ও জেদ্দা মহানগর বিএনপি এবং তায়েফ বিএনপি অঙ্গসংগঠন।

তাওয়াফের মাধ্যমে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সন্তান আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং জিয়া পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। ওমরাহ হজ্জের নেতৃত্ব দিয়েছেন মক্কা বিএনপির সভাপতি ও চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনের ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আবুল কালাম আজাদ।

আরও পড়ুন ঘেরাওয়ের কর্মসূচি নিয়ে আরো শক্তভাবে মাঠে নামতে চায় বিএনপি

এসময় উপস্থিত ছিলেন মক্কা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক কাশেম আহমেদ হারুন, সহ-সভাপতি মোবারক হোসেন, সহ-সভাপতি একরামুল হক, সহ-সভাপতি তৌহিদ শিকদার, সহ-সভাপতি রাশেদুল আমিন চৌধুরী, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ সরকার, যুগ্ম সম্পাদক আবু বক্কর, তায়েফ প্রাদেশিক বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, তায়েফ প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক বেলাল পাটোয়ারী, জেদ্দা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, মক্কা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন রনি, প্রচার সম্পাদক নাসির উদ্দীন, চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম মক্কা সাধারণ সম্পাদক আবুল মনসুর, যুবদলের সিনিয়র সহ-সভাপতি ওসমান গনি প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব জহির উদ্দিন।

আলহাজ্ব আবুল কালাম আজাদ জানান, তারা প্রত্যেকেই মহান আল্লাহর দরবারে লাব্বায়েক লা শরীক ধ্বনির সাথে তাদের প্রিয় দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও নেতা তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গলময় জীবন এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে গনতন্ত্র পুর্নরুদ্ধারের সফলতায় সর্ব শক্তিমান আল্লাহর সাহায্য কামনা করেছেন।

আলহাজ্ব আবুল কালাম আজাদ আরো জানান, তারা সকলে মিলে আল্লাহর ঘর তাওয়াফের সময় মহান আল্লাহর দরবারে বাংলাদেশের জনগণের সুখ সমৃদ্ধি এবং বিএনপির যে সকল নেতাকর্মী গণতন্ত্র পুর্নরুদ্ধারের আন্দোলন করতে দেশে বিদেশে মারা গেছেন তাদের রুহের আত্বার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর