Hom Sliderবাংলাদেশ

বাংলাদেশে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ


ডায়ালগ অংশীদার হিসেবে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) বৈঠকে অংশ নিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকায় আসছেন।

সোমবার (৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আইওআরএর সদস্য রাষ্ট্র এবং ডায়ালগ অংশীদারদের ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে। অনেকেই আমন্ত্রণ পেয়ে সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসবেন। তিনি সম্মেলনে যোগ দেবেন।

আইওআরএর বর্তমান সভাপতি বাংলাদেশ। আগামী ২২ ও ২৩ নভেম্বর ঢাকায় জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটি সিএসওর বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ নভেম্বর, রাষ্ট্রগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এদিন আইওআরএর ডায়ালগ অংশীদাররা বৈঠকে যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২৪ নভেম্বর ডায়ালগ অংশীদার হিসেবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা আসার কথা রয়েছে। এর পরদিন ঢাকা ছাড়বেন তিনি।

তার এ সফরে দ্বিপক্ষীয় একটি বৈঠক হতে পারে। এতে দুই দেশের সহযোগিতা-সংক্রান্ত আলোচনা হতে পারে। তবে কোনো ধরনের চুক্তি হচ্ছে না। ঢাকা ছেড়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও একটি বৈঠক করার কথা রয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম গণমাধ্যমে বলেন, ঢাকা বৈঠকের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে। ডায়ালগ অংশীদারদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে তারা অংশগ্রহণ নিশ্চিত করবেন।

তথ্যসূত্র: দেশ রূপান্তর


Related posts

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৬ ফিলিস্তিনি নিহত

Saddam Hossain

আইআইইউসি’র কুরআনিক সাইন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজের মাস্টার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Chatgarsangbad.net

ফরিদপুরে সাজেদা চৌধুরীর প্রথম জানাজা

Chatgarsangbad.net

Leave a Comment