বান্দরবানের রুমায় স্বরাষ্ট্রমন্ত্রী


অনলাইন ডেস্কঃ বান্দরবানে সশস্ত্র হামলা ও ব্যাংকে লুটপাট, পুলিশ ও আনসার সদস্যকে মারধর করে অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনার পর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সফর করছেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার (৬ এপ্রিল) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে তিনি প্রথমে বান্দরবানের রুমা উপজেলায় পৌঁছান।

পরে তিনি সেখানে থেকে প্রথমে আনসারদের ব্যারাক, মসজিদ ও সোনালী ব্যাংক শাখা পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে ঘটনার বিবরণ শোনেন। বেলা সাড়ে ১১টায় তিনি হেলিকপ্টারে করে বান্দরবান সদরে দিকে রওনা দেন।

আরও পড়ুন বান্দরবানে সোনালী ব্যাংক থেকে ‘কোটি’ টাকা লুট করেছে দুর্বৃত্তরা

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপির সঙ্গে বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীনসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুপুরে প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বান্দরবান সার্কিট হাউসে মতবিনিময় করবেন। শেষে দুপুর ২টা ৩০ মিনিটে তিনি বান্দরবান সদর থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Related posts

যানজটে এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিচ্ছে পুলিশ

Shahidul Islam

‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে খ্রীষ্টান সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

Chatgarsangbad.net

পটিয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা সায়েম গ্রেফতার

Chatgarsangbad.net

Leave a Comment