আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশের কাছে ম্যাচে হেরে রোহিত শর্মার অভিমত


ক্রীড়া ডেস্ক

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৪৯ ওভার ৫ বলেই ২৫৯ রানে অলআউট হয় ভারত। হার দেখতে হয় ৬ রানের। ম্যাচ শেষে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের চাপে পড়েন রোহিত শর্মা। তবে এই হারের পেছনে রোহিতের কাছে ব্যাখ্যা আছে। জানালেন আগামী দিনের জন্য তৈরি করার জন্যই এমন সিদ্ধান্ত।

রোহিত বলেছেন, ‘যারা এই আসরে এখন পর্যন্ত খেলেনি তাদের কিছুটা সময় দিতে চেয়েছিলাম। দলের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনের জন্যে ওদের তৈরি করে দিতে চাই। অনেকেরই বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে। তাদের প্রস্তুত করতে চেয়েছিলাম। কিন্তু খেলার মানের সঙ্গে কোনো আপস করতে চাইনি।’

কলম্বোর প্রেমাদাসার উইকেট বরাবরই বোলারদের সাহায্য করে আসছে। বাংলাদেশের বোলিং লাইনআপও গতকাল বেশ চাপেই রেখেছিল ভারতকে। সাকিব-মুস্তাফিজকে সামলাতে না পারলেও ব্যতিক্রম ছিলেন ওপেনার শুভমান গিল। রোহিতের মুখেও তাই গিলের প্রশংসায় শোনা গেল আরেকবার, ‘অসাধারণ ব্যাট করেছে শুভমান। নিজের খেলার প্রতি ওর আত্মবিশ্বাস অন্য পর্যায়ের। সে কী ভাবে খেলতে চায় সেটা খুব ভাল করেই জানে। দলের হয়ে ওকে কী করতে হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। গত বছরে ওর ফর্মের দিকে এক বার তাকান। নতুন বলে বেশ ভালো দেখিয়েছে ওকে।’ শেষদিকে অবশ্য বাংলাদেশের কাজ কঠিন করে তুলেছিলেন অক্ষর প্যাটেল। একপ্রান্ত আগলে রেখে চালিয়ে যাচ্ছিলেন লড়াই। বাংলাদেশের বোলারদের প্রশংসার পাশাপাশি অক্ষর প্যাটেলের ব্যাপারে কথা বলতে ভোলেননি ভারতীয় অধিনায়ক, ‘বাংলাদেশের বোলাররা দারুণ বল করেছে। খুবই নিয়ন্ত্রিত বোলিং। আক্রমণের সুযোগ পাইনি। তার মধ্যে শেষ পর্যন্ত লড়াই করেছে অক্ষর। ওর চারিত্রিক দৃঢ়তা সম্পর্কে দলের সবাই জানি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর