Hom Sliderচট্টগ্রাম

কর্ণফুলী তীরে কোটি টাকার খাস জমি উদ্ধার


কর্ণফুলী প্রতিনিধি:

কর্ণফুলী নদীর তীরে অবৈধভাবে গড়ে উঠা দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করে শতকোটি টাকার সরকারি খাস জায়গা উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এ অভিযান। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর নু-এমং মারমা মং, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন, আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী।

অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশন, পিডিবি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেন।

আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী বলেন, অভিযানে নদী তীরবর্তী প্রায় ছয় একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য শতকোটি টাকা। বাংলাবাজার পিএস শিপিং হতে উচ্ছেদ অভিযান শুরু হয়ে প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সদরঘাট সাম্পান ঘাটে গিয়ে অভিযান শেষ হয়।

তিনি আরও বলেন, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্যার জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই পাহাড় ও নদীসহ সরকারি খাস জমি রক্ষার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। ভবিষ্যতেও জেলা প্রশাসনের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


Related posts

বালির বদলে পাহাড়ী মাটি দিয়ে সড়ক!

Chatgarsangbad.net

নাইক্ষ্যংছড়িতে নতুন ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরীর যোগদান

Chatgarsangbad.net

চমেক হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে পালালো আসামি

Chatgarsangbad.net

Leave a Comment