প্রবাসী আয়ে রেকর্ড


অনলাইন ডেস্কঃ একক মাস হিসাবে গত ৪৬ মাসের মধ্যে রেকর্ড বৈদেশিক মুদ্রা এসেছে চলতি বছরের মে মাসে। মঙ্গলবার (৪ জুন) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

মে মাসের শুরুতে একসঙ্গে ৭ টাকা বাড়িয়ে প্রবাসী আয়ের ডলারের দাম ১১৭ টাকা নির্ধারণ করা হয়। এরপর থেকে বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়া শুরু হয়।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে মে মাসে এসেছে ২৭ কোটি ৪৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ২ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯৫ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। একক ব্যাংক হিসেবে সর্বোচ্চ ৬২ কোটি ৭৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।

আরও পড়ুন বাংলাদেশে বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর তাগিদ

করোনা মহামারির মধ্যে ২০২০-২১ অর্থবছরের জুলাই মাসে সর্বোচ্চ প্রবাসী আয় আসে ২৫৯ কোটি ৮২ লাখ ১০ হাজার মার্কিন ডলার। একক মাস হিসাবে এরপর আর এত বেশি প্রবাসী আয় আসেনি। এরপর বিদায়ী মে মাসে এলো ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার বা ১১৫ কোটি ৩৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে ১১ মাসে প্রবাসী আয় এসেছে ২১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার বা দুই হাজার ১৩৭ কোটি ২৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Related posts

জাল ভোট দেয়ায় দণ্ডিত ৩

Chatgarsangbad.net

জলবায়ু ঝুঁকিমুক্ত বাড়ির নকশায় টাইমের প্রভাবশালী ১’শ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা

Chatgarsangbad.net

সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর ইন্তেকাল

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment