আজ ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

মির্জাখীলে এসএসসি-দাখিলে উত্তীর্ণ শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা ২৫ মে


অনলাইন ডেস্কঃ সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে এবার যারা এসএসসি-দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য সংবর্ধনার আয়োজন করেছে মির্জাখীল হাই স্কুল অ্যান্ড কলেজ। আগামি ২৫ মে (শনিবার) প্রতিষ্ঠানটির মিলনায়তন কক্ষে এ সংবর্ধণা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন এসএসসিতে জিপিএ ফাইভ কমছে সাতকানিয়ায়

মির্জাখীল হাই স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বোর্ড সূত্রে জানা গেছে, ওইদিন এ প্লাস অর্জনকারীদের সম্মাননা সনদও প্রদান করা হবে।

আরও পড়ুন দাখিলে শিক্ষার্থী বাড়লেও পাশের হার কমছে সাতকানিয়ায়

উল্লেখ্য, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান ১৯৬৫ সালে নিম্নমাধ্যমিক স্বীকৃতি লাভ করে। এরপর ১৯৮১ সালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়। ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি রয়েছে এ প্রতিষ্ঠানের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর