আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পৌরসভার পক্ষ থেকে দোহাজারী হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ

গরিব অসহায় রোগীদের চিকিৎসার সুবিধার্থে দোহাজারী পৌরসভার পক্ষ থেকে দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫টি অক্সিজেন সিলিন্ডার, ৫টি অক্সিজেন মিটার ও ১টি থার্মাল স্ক্যানার প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বিকালে দোহাজারী পৌরসভা কার্যালয়ে পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের হাত থেকে অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন মিটার ও থার্মাল স্ক্যানার গ্রহণ করেন দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমেদ তানজিমুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- দোহাজারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহ শাহরিয়ার মিশু, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, কনজারভেন্সি ইন্সপেক্টর জমির উদ্দিন, সিনিয়র স্টাফ নার্স সুখি প্রভা দেবী, জরিনা আক্তার, ইয়াছমিন আক্তার প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর