আজ ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: সরগম একাডেমিতে হামলার প্রতিবাদে চেরাগি মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সরগম একাডেমিতে হামলা ও লুটপাটকারীদের গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন


অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান নগরীর আকবরশাহ থানাধীন ইস্পাহানি গোলপাহাড়স্থ সরগম একাডেমিতে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকালে নগরীর চেরাগি চত্বরের এ প্রতিবাদ সভা ও মানববন্ধনে এ কে এম সরোয়ার হোসেন স্বপনের নেতৃত্বে এ হামলা, ভাংচুর, লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন বক্তারা।

চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের আয়োজনে বিশিষ্ট লেখক ও বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সরগম একাডেমি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান হওয়ার পরও ভূমিদস্যু ও সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে এক ঘৃণ্যতম ও জঘন্য অপরাধ করেছে। তারা বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করতে চায়। হাজার বছরের ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতি ধ্বংস করতে দেওয়া যাবে না মুক্তিযুদ্ধের চেতনায় লালিত অসাম্প্রদায়িক বাংলাদেশে।

আরও পড়ুন চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি

তারা বলেন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ধ্বংস করে স্বাধীনতা বিরোধী প্রেতাত্মারা বাঙালি চেতনায় আঘাত করে আবারো তারা পাকিস্তানী ভাবধারা প্রতিষ্ঠা করতে চায়।

সরগম একাডেমি ভাঙচুর করে এবং অবৈধ দখল করে সাংস্কৃতিক কর্মকাণ্ড স্তব্ধ করতে দেয়া যাবে না বলেও হুঁশিয়ারি জানান বক্তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সরগম একাডেমির প্রতিষ্ঠাতা ওস্তাদ স্বপন কুমার দাশ, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন, মুক্তিযুদ্ধ গবেষক জামশেদ উদ্দিন, সরগম একাডেমির সভাপতি কিরণ শর্মা, সংগীত শিল্পী শামসুল হায়দার তুষার, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সভাপতি মো. নুরুল হুদা চৌধুরী, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো. হাসান মুরাদ, সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, সংস্কৃতি মঞ্চ সভাপতি কামরুল হুদা, বাউল শিল্পী জুয়েল দ্বীপ, সাংস্কৃতিক সংগঠক তন্দ্রা দাশ গুপ্তা, অভিষেক দাশ, অহনা দাশ, প্রিয়ংকা দাশ, মিষ্টি রুপা, আদ্রিতা গুহ, আদিত্য গুহ ধ্রুব, সজীব মহাজন, রানা দাশ, মো. ইমন, মো. সিফাত, মো. আরাফাত, মো. সালমান, মো. রায়হান, মো. মাহিন, আরিফুল আকবর চৌধুরী, রোকন উদ্দিন আহমেদ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর