সৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি


অনলাইন ডেস্কঃ মাইজভাণ্ডার অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা ও বাংলার জমিনে মাইজভাণ্ডারী ত্বরিকার মহান প্রবর্তক গাউসুলআজম মাইজভাণ্ডারী হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর ১১৮তম ওফাত দিবস স্মরণে (মৃত্যুবার্ষিকী) প্রস্তুতি আগামী সোমবার (২৫ ডিসেম্বর) হাজিরখীল দায়রা শরীফে অনুষ্ঠিত হবে। এদিন ২রা মাঘ বেসাল দিবস স্মরণেও প্রস্তুতি গ্রহণের বিষয়ে আলোচনা হবে।

আরও পড়ুন ধর্ম কী শব্দদূষণের পক্ষে?

মাহফিলে আওলাদে রাসূল (দ:) ও আওলাদে গাউসুলআজম, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম হজরতুলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.জি.আ.) এর মেজ শাহজাদা, নায়েব মুন্তাজেম, আলহাজ্ব শাহসুফি সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী (ম.) শাহজাদা হুজুর উপস্থিত থাকার কথা রয়েছে।


Related posts

“শহীদ জিয়ার সাথে চট্টগ্রামের মানুষের আত্মার সম্পর্ক ছিলো”- রাঙ্গুনিয়ায় গোলাম আকবর খোন্দকার

Chatgarsangbad.net

বাঁশখালীর হত্যা মামলা: ৩০ বছর পর ৬ জনের যাবজ্জীবন

Chatgarsangbad.net

“নিত্য দ্রব্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজারে তদারকি বাড়বে”

Chatgarsangbad.net

Leave a Comment