আজ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিক আজাদ তালুকদার

চট্টগ্রামের সাংবাদিক আজাদ তালুকদারের জন্য প্রার্থনা


চাটগাঁর সংবাদ ডেস্ক: সংকটাপন্ন পরিস্থিতিতে, দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক আজাদ তালুকদার। তাঁর সুস্থতার জন্য সবাই স্রষ্টার কাছে প্রার্থনা করছেন। বর্তমানে তিনি রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল শুক্রবার (২১ জুলাই) একুশে পত্রিকার এই সম্পাদককে দেখতে গিয়েছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানান। সেইসাথে সর্বস্তরের, সব ধর্মের মানুষকে আজাদ তালুকদারের জন্য প্রার্থনা ও দোয়া করতে বলেন। এসময় সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ আজাদ তালুকদারের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন খুব প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

১৯৯৫ সাল থেকে বন্দরনগরীতে সাংবাদিকতা করে আসছেন আজাদ তালুকদার। তিনি এর আগে একাত্তর টিভি, বৈশাখী টিভি, একুশে টিভি, অধুনালুপ্ত দৈনিক সকালের খবর, ট্রান্সকম গ্রুপের সিস্টার কনসার্ন সাপ্তাহিক ২০০০, আন্তর্জাতিক ফিচার সংস্থা-সান ফিচার সার্ভিস, এফএম রেডিওসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। এছাড়া কপ-১৭ (ডারবান), কপ-১৮ (দোহা), কপ-১৯ (ওয়ারশো) কাভার করার পাশাপাশি পেশাগত প্রয়োজনে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।

যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করতে আজাদ তালুকদার গণমাধ্যমে তুলে ধরেছেন অনুসন্ধিৎসু তথ্য-উপাত্ত। একাত্তর টিভিতে ‘রাজাকারের রোজনামচা’ শীর্ষক ডকুমেন্টারি তৈরিতে সারথী হয়েছেন তিনি। ২০১৩-১৪ সালে বিএনপি-জামায়াতের আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে একাত্তর টিভিতে সংবাদ প্রচার ও টক-শোতে অংশগ্রহণ করতে গিয়ে তাদের বিভিন্ন হুমকি ও হামলার শিকার হয়েছেন আজাদ।

করোনার সংক্রমণ শুরুর পর ২০২০ সালে মাত্র ১৪ দিনে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা প্রথম ফিল্ড হাসপাতাল ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’ এর অন্যতম প্রতিষ্ঠাতা আজাদ তালুকদার। করোনাকালে সবাই যখন চিকিৎসা পাওয়া নিয়ে চিন্তায় অস্থির, তখনই তাঁরা করোনা আক্রান্ত রোগীদের সেবা প্রদানের ব্যবস্থা করেছেন। বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগের একজন সাবেক কর্মী ও সাংবাদিক হিসেবে মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ নিয়েছিলেন তিনি।

বর্তমানে একুশে পত্রিকার সম্পাদক তিনি। দুর্ভাগ্যজনকভাবে দুই বছর আগে লিভার ক্যান্সারে আক্রান্ত হন তিনি। বর্তমানে ব্যয়বহুল বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ক্যামো নেয়ার মাধ্যমে ভারতে ও বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন তিনি।

তাঁর লেখা ‘রিপোর্টারের ডায়েরি’, তাঁর রচিত ‘স্বপ্নফেরি’ বইটি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছেন। বইটি প্রকাশ করেছে বর্ণনা প্রকাশনী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর