আজ ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

তিনজনকে গুলি করে হত্যায় পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড


অনলাইন ডেস্ক

পরকীয়ার জেরে কুষ্টিয়ার কাস্টম মোড়ে স্ত্রী-সন্তান ও যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার একমাত্র আসামি বরখাস্ত হওয়া পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌমেন কুমার রায়কে (৩৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী জানান, আজ রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমীন এ রায় দেন। সৌমেন রায় মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আসবা গ্রামের সুনীল রায়ের ছেলে। তিনি সর্বশেষ খুলনার ফুলতলা থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ কর্মকর্তা মৃত্যুদণ্ড গুলি করে হত্যা কুষ্টিয়া


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর