আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: ফটিকছড়িতে জন্মাষ্টমীর র‌্যালী উদ্বোধন করছেন জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

ফটিকছড়িতে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করলেন পেয়ারুল


অনলাইন ডেস্কঃ বণ্যাঢ্য আয়োজনে ফটিকছড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পলিত হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) এ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

ফটিকছড়ির সরকারী কলেজ মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম আর্বিভাব তিথি উপলক্ষ্যে এ মঙ্গল শোভাযাত্রায় সাম্প্রদায়িকতা ভুলে অংশ নিয়েছে সহস্রাধিক স্থানীয় জনগণ।

আরও পড়ুন পূজো উদযাপনে ফটিকছড়িতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ

সংগঠনের সভাপতি শিমুল ধরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই এর সঞ্চালনায় এসময় মঙ্গলাচরণ করেন অধ্যক্ষ শ্রীপাদ সিদ্ধ রসিক দাস ব্রহ্মচারী ও অধ্যক্ষ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী। এতে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, ফটিকছড়ির নির্বাহী কর্মকর্তা
সাব্বির রহমান সানি, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন,
ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান এড. সালামত উল্লাহ শাহীন, ফটিকছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. উত্তম কুমার মহাজন, কমিশনার গোলাফ মওলা।

এসময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার রতন কান্তি চৌধুরী, ফটিকছড়ি পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক দয়াল রায়, সাধারণ সম্পাদক কাজল শীল, এড. তরুণ কিশোর দেব, ভূজপুর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি পন্ডিত লিংকন চক্রবর্তী, বাগীশিক ফটিকছড়ি  সংসদের সভাপতি ও প্রধান সমন্বয়কারী সুমন কুমার বণিক, স্বপন কুমার ধর, গীতামৃত সংঘের ছোটন নাথ, ডা. প্রতাপ রায়, ডা. প্রদীপ রায়, সৌরভ পাল, সজল পাল, রবিন পাল, রূপন ভৌমিক, এডভোকেট মিহির দে, এড. জনি, মাস্টার সন্তোষ শীল, আইনশৃঙ্খলা প্রধান সুজিত চক্রবর্তী, সাগর দে, ধনাঞ্জয় দেবনাথ প্রমূখ।

আরও পড়ুন দুর্গাপূজায় ৪ দিনের সরকারি ছুটি দাবি

শোভাযাত্রাটিতে সনাতনী সম্প্রদায়ের যেসব সংগঠণ উপস্থিত ছিলো- ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদ, বাগীশিক ফটিকছড়ি সংসদ, বাগীশিক নাজিরহাট পৌরসভা, নাজিরহাট পৌরসভা পূজা উদযাপন পরিষদ, ফটিকছড়ি পৌরসভা পূজা উদযাপন পরিষদ, ফটিকছড়ি সেলুন সমিতি, বাংলাদেশ বাজুস সমিতি ফটিকছড়ি শাখা, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, শ্রীকৃষ্ণ সংঘ ফটিকছড়ি, দৌলতপুর পালপাড়া পূজা উদযাপন পরিষদ, গীতামৃত সংঘ বাংলাদেশ, ইমামনগর সনাতনী সংঘ, যতীষানন্দ গীতা স্কুল, ভূজপুর সার্বজনীন জ্যোতিষানন্দ গীতা মন্দির, অখন্ড দূর্গা মন্দির, শ্রীশ্রী মঙ্গলদাস কালা বাবা আশ্রম, শ্রীশ্রী বৈরাগী ঠাকুরের আশ্রম, শ্রীশ্রী সুয়াবিল সিদ্ধ আশ্রম, সৃষ্টি ফাউন্ডেশন, দক্ষিণ পাইন্দং বাসন্তী একতা সংঘ, শ্রীশ্য শীতলা মন্দির বিদ্যাপীঠ, শ্রীশ্রী গোপাল বাড়ি গীতা বিদ্যাপীঠ, রায়পুর নম. গীতা বিদ্যাপীঠ, শ্রীশ্রী পাঞ্চজন্য গীতা বিদ্যাপীঠ, পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ, সনাতন সংগঠন ফটিকছড়ি, ফটিকছড়ি সম্মিলিত বৌদ্ধ সমাজ, জাগো হিন্দু পরিষদ, ছাত্রযুব ঐক্য পরিষদ, রাধাকৃষ্ণ গীতা শিক্ষালয়, গৌর নিতাই গীতা বিদ্যাপীঠ, শাহনগর শীলপাড়া সংঘ, বাগীশিক পাইন্দং ইউনিয়ন সংসদ, ভূজপুর বাগীশিক ইউনিয়ন সংসদ, শ্মশান কলীমঠ বাগীশিক সংসদ, জাতীয় গীতা পরিষদ, বাগীশিপ ফটিকছড়ি শাখা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর