
তিনি ১৯৯৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকারী সংসদ সদস্য, ১৯৯১ থেকে ১৯৯৪ ইং পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম শহরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অন্যতম পুরোধা, ‘৯০ এর গণঅভ্যূত্থানে গঠিত সাতকানিয়া উপজেলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক, ১৯৮৬ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি, ১৯৮৮ ইং সালে সাতকানিয়া উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি ১৯৮৩ থেকে ১৯৮৫ ইং পর্যন্ত সাতকানিয়া সরকারী কলেজ ছাত্র লীগের যুগ্ম আহবায়ক এবং সারথী নাট্য গোষ্টী সাতকানিয়া সরকারি কলেজের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে সাতকানিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষানুরাগী নির্বাচিত হন। বৃহত্তর চট্টগ্রামের মানুষের সমস্যা চিহ্নিত করে তা দূরীকরণে লেখালেখিতে মনোনিবেশ করেন। সম্পাদক-প্রকাশক হিসেবে “চাটগাঁর সংবাদ’ নামক পত্রিকা প্রকাশ করে আসছেন যা বর্তমানে ঢাকার বাইরে থেকে প্রকাশিত পত্রিকা গুলোর মধ্যে জনপ্রিয়তা ও প্রচার সংখ্যায় শীর্ষস্থানে রয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজ এর ‘যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
