Hom Slider

মোদীর সাথে বৈঠকের এজেন্ডা


শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে এটি অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এসময় বেশ কয়েকটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১২টায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, আজ হায়দারাবাদ হাউজে পৌঁছবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বেলা ১১টা ৩৫ মিনিটে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসবেন। দুপুর ১২টা ৫৫ মিনিটে তাদের বৈঠক শেষ হবে। বৈঠক শেষে চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

বৈঠকের এজেন্ডা সম্পর্কে সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন জানান, ইউক্রেন-রাশিয়ার যে সংকট, তাতে যে সমগ্র বিশ্বে অর্থনীতির ওপর বা বিভিন্নভাবে যে বিরূপ প্রভাব এসেছে, সবার ক্ষেত্রেই এটার প্রভাব পড়েছে। কীভাবে সহযোগিতা আরো বাড়াতে পারি, যাতে এ সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করতে পারি সে বিষয়ে। এছাড়া উভয় দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও উন্নত করা, আঞ্চলিক সংযোগের উদ্যোগ সম্প্রসারণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন, পানি সম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানবপাচার রোধ সংক্রান্ত বিষয়গুলোও অগ্রাধিকার পাবে।


Related posts

রিয়াদের বাসায় অভিযান, ২ কোটি ২৫ লাখ টাকার চেক জব্দ

Mohammad Mustafa Kamal Nejami

সড়ক বেদখল হয়ে আইলে রূপান্তরিত, হচ্ছে চাষাবাদ

Chatgarsangbad.net

শিকলবাহা ইউনিয়নে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Chatgarsangbad.net

Leave a Comment