সাউদার্ন ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবসে দোয়া মাহফিল ও আলোচনা সভা


চাটগাঁর সংবাদ ডেস্কঃ জাতীয় শোক দিবসে সাউদার্ন ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বায়েজিদ আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এদিন অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, মহান স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক নাটিকা প্রদর্শন, খতমে কোরান, মিলাদ।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী। স্বাগত বক্তা ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী।

এসময় বক্তারা বলেন, ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ড কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের দিন কারণ এই দিনে আমরা হারিয়েছি মহান নেতাকে। তবে ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্থান রয়েছে বাংলাদেশের মানুষের হৃদয়ে। শোকের দিনে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে । যদি মহান এ নেতা বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ অনেক উন্নত দেশকে আজ ছাড়িয়ে যেতো।

উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুজ্জামান, কলা, সমাজবিজ্ঞান এবং আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. শওকতুল মেহের প্রমুখ।

তথ্যসূত্র: বাংলানিউজ২৪


Related posts

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে

Mohammad Mustafa Kamal Nejami

কক্সবাজারের টেকনাফ পাহাড় থেকে বন কর্মকর্তাসহ অপহৃত-১৮

Md Maruf

চন্দনাইশে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন

Chatgarsangbad.net

Leave a Comment