আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে চবি ছাত্রদলের মিছিল


চাটগাঁর সংবাদ ডেস্কঃ নতুন কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠন ছাত্রদল। বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের ২ নম্বর গেট থেকে মিছিলটি শুরু হয়। পরে আইন অনুষদ হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মো আলাউদ্দিন মহশিন ও সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন হৃদয়।

এতে আরো উপস্থিত ছিলেন, চবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন, বিনয় চাকমা, বারাতুল মাউন, সাবেক যুগ্ম সম্পাদক সুমন, লিটন, নাজমুল হুদা, দীপংকর দীপু, সোহেল, রকিব, মং পাচিং মারমা, সাবেক প্রকাশনা সম্পাদক কে ইসলাম ফাহিম, আহসান হাবীব, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাসান, রাশেদুল ইসলাম, সাবেক ক্রীড়া সম্পাদক রায়হান, সাবেক সহ-সাংস্কৃতিক সম্পাদক জাকির, রিফাত, আরিফ, জাবেদ, রুখন, আবীর নুরুল আবসার, মিরাজ, জসিম, গোলামুর রহমান, জাহেদ নাজমুস সাকিব ও মাকবুবুল হাসান প্রমুখ।

এ বিষয়ে সভাপতি আলাউদ্দিন মহশিন বলেন, অতিদ্রুত কমিটি পূর্ণাঙ্গ করে ত্যাগীদের পরিচয় নিশ্চিত করা হবে। নতুন কমিটির মাধ্যমে চবি ছাত্রদল আরও বেশি সুসংগঠিত হবে বলে জানান তিনি।

সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, প্রশাসনকে প্রগতিশীল সকল ছাত্র সংগঠনের সহবস্থান নিশ্চিত করতে। কোনো গুণ্ডাবাহিনীর কাছে বিশ্ববিদ্যালয় ইজারা দিতে পারবে না। আমাদের কর্মীরা বিশ্ববিদ্যালয় যেতে পারে না, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। তাদেরকে নির্মম অত্যাচার করা হয়েছে। অবিলম্বে এ ফ্যাসিবাদী সন্ত্রাসীদের থেকে ছাত্রসমাজ মুক্ত পাবে বলে তিনি জানান।

এর আগে গত ১১ আগস্ট শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলাউদ্দিন মহশিন ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান।

তথ্যসূত্র: সিভয়েস২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর