আজ ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়া পৌরসভার উদ্যোগে সাংসদ এম এ মোতালেবকে সংবর্ধনা


আহসান উদ্দীন পারভেজ

সাতকানিয়া পৌরসভাকে একটি আধুনিক ডিজিটাল পৌরসভা হিসেবে উপহার দিতে চাই। শিক্ষার মান উন্নয়ন এবং সাতকানিয়া উপজেলাকে কিশোর গ্যাং ও মাদক নির্মূল করে সুন্দর সুশৃংখল একটি মডেল সাতকানিয়া উপহার দেওয়ার আশাবাদী। সাতকানিয়া-লোহাগাড়ার জন্য আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে একটি এপস তৈরির কাজ চলমান রয়েছে, যার মাধ্যমে সকল প্রকার সহযোগিতা এলাকার সর্বস্তরের লোকজন আমার কাছ পাবেন।

গত বৃহস্পতিবার সাতকানিয়া পৌরসভার উদ্যোগে চট্টগ্রাম-১৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও পৌর মেধাবৃত্তি সহ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য এম.এ. মোতালেব সিআইপি এসব কথা বলেন। সাতকানিয়া পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে ও পৌরসভার কর্মকর্তা মো. এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌরসভার বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক এবং পৌর প্যানেল মেয়র এ কে এম মোরশেদ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শিবলী নোমান, সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো, শাহজাহান, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর লালু, সাধারণ সম্পাদক একেএম আসাদ, ইউপি চেয়ারম্যানদের মধ্যে নাসির উদ্দিন টিপু, তাপস কান্তি দত্ত, মোহাম্মদ সেলিম উদ্দিন, ওচমান আলী, আবু সালেহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, মন, নবাব মিয়া রকিব, অপু বিশ্বাস, মোঃ কামাল উদ্দিন, কাউন্সিলর আবু বকর সিদ্দিক সোহেল, আরাফাত উল্লাহ, মোঃ আব্দুল হালিম, আরিফুল ইসলাম, মহিলা কাউন্সিলর শারমিন আক্তার, শাহনাজ পারভীন, একরামুল হক, আ ন ম শহিদুল ইসলাম, সাইফুদ্দিন খালেদ প্রমুখ।

অনুষ্ঠানে বিজয়ী ৫৮ জন শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়। যার মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন চতুর্থ শ্রেণিতে ৪ জন, সাধারণ গ্রেডে ২৪ জন। পঞ্চম শ্রেণিতে ৪, সাধারণ গ্রেডে ৭ জন, অষ্টম শ্রেণিতে ৬ জন, নবম শ্রেণিতে ৩ জন। মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে ৪জন, পঞ্চম শ্রেণিতে ২জন, অষ্টম শ্রেণিতে ২ জন, নবম শ্রেণিতে ২জন। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সাতকানিয়া পৌরসভা কম্পিউটার শ্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর