অনলাইন ডেস্কঃ সাতকানিয়ায় বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর আয়োজনে বিওসি মোড়ের পপুলার হাসপাতালে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়েছে। এতে সেবা নিয়েছেন তিন শতাধিক রোগী।
কালিয়াইশ ইউনিয়নে আয়োজিত এই চিকিৎসা ক্যাম্প শনিবার (১৬ সেপ্টেম্বর) কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে প্রায় তিন শতাধিক রোগী চক্ষু সেবা নিয়েছেন।
দিনব্যাপী কক্সবাজার বায়তুশ শরফ চক্ষু হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারদের আট (৮) সদস্য বিশিষ্ট একটি টিম রোগীদের চিকিৎসা দেন। ডাক্তাররা জানান, আগত রোগীদের মধ্যে ১০ শতাংশের মতো চোখের ছানির সমস্যা আছে, ৬০ শতাংশের মতো রোগীকে চশমা ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে এবং অবশিষ্ট ৩০ শতাংশ সাধারণ রোগী পাওয়া গেছে।
এছাড়া পাঁচ (৫) জন রোগীকে ন্যুনতম খরচে দ্রুত অপারেশনের জন্য কক্সবাজার
চক্ষু হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
অসুস্থ মানুষদের ফ্রি সেবা দিতে এবং জনকল্যাণে কয়েক মাস পর পর এই ধরনের আরো ক্যাম্প আয়োজন করা হবে বলে জানান আয়োজক কমিটি।
Leave a Reply