সিএসই’র পরিচালক নির্বাচিত মোহাম্মদ আকতার পারভেজ


অনলাইন ডেস্ক

সর্বোচ্চ ভোটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)’র পরিচালক নির্বাচিত হয়েছেন পিএইচপি অটো মোবাইলস’র পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হয়েছেন মেজর (অব:) এমদাদুল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের হল রুমে সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত চলে। ভোট গ্রহণ শেষে বিকাল সোয়া চারটার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট আকতার হোসেন। নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৬ জন।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি ইলেকশন অব দ্যা বোর্ড অব ডিরেক্টর ইলেকশন ২০২৩ এ সর্বোচ্চ ৮৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন আকতার পারভেজ, ৫০ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন মেজর (অব:) এমদাদুল ইসলাম। অপর প্রার্থীরা ভোট পান যথাক্রমে মোহাম্মদ মহিউদ্দিন (এফসিএমএ) ১৭ ভোট, নুর মোহাম্মদ ১১ ভোট, মো. ওসমান গনি ১৩ ভোট, মো. সিদ্দিকুর রহমান ৪৬ ভোট।

সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে মোহাম্মদ আকতার পারভেজ বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন। যারা আমাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ করে দিয়েছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।


Related posts

বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে নিস্ব ৪ পরিবার

Mohammad Mustafa Kamal Nejami

চন্দনাইশে বরমাতে রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজ উদ্বোধন

Chatgarsangbad.net

চবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া

Chatgarsangbad.net

Leave a Comment