প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী
বোয়ালখালী আগুনে পুড়ে ছাই হলো ১৮ টি বসতঘর। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ১২টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জানালী মাঝির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সাইদুর রহমান বলেন, আমরা ফোন পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত।
এই অগ্নিকাণ্ডে ১৪টি সেমিপাকা ও ৪টি কাঁচা ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক জানাতে পারেনি। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন ক্ষতিগ্রস্হদের পরিবারের মাঝে ৪ টি করে কম্বল ও নগদ অর্থ প্রদান করেন।
Leave a Reply