মাওলানা ছৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভাণ্ডারীর (র.) রওজার নির্মাণকাজ শুরু


অনলাইন ডেস্কঃ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) স্নেহধন্য হযরত মাওলানা ছৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভাণ্ডারীর (র.) রওজা শরীফের নির্মাণ কাজ শুরু হয়েছে। সম্প্রতি এ নির্মাণকাজের উদ্বোধন করেছেন ছৈয়দ শাহাদাৎ হুছাইন।

আরও পড়ুন সৈয়দ আহমদ উল্লাহর (ক.) চান্দ্রবার্ষিক ওরশ ৫ জুন

এর আগে ২০২৩ সালের ১৫ অক্টোবর হাটহাজারী মির্জাপুর দরবার শরীফে আল্লাহর মহান এ অলীর দৃষ্টিনন্দন রওজা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি (ম.)।

উল্লেখ্য, মাওলানা ছৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভাণ্ডারী (র.) ২০১৭ সালের ১৪ এপ্রিল ওফাত (মৃতুবরণ) লাভ করেন। তার রওজা শরীফ নির্মাণকাজ উদ্বোধন প্রাক্কালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Related posts

চট্টগ্রাম ও কক্সবাজার এয়ারপোর্টে ইউ-এস বাংলায় চাকরি

Chatgarsangbad.net

প্রশাসকের অপেক্ষায় চট্টগ্রাম চেম্বার

Chatgarsangbad.net

রাঙ্গামাটিতে চিকিৎসকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Chatgarsangbad.net

Leave a Comment