আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মাইজবিলা অলি আহমদ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক 

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে মাইজবিলা অলি আহমদ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ (১৫ সেপ্টেম্বর) বেলা ১২ ঘটিকায় অত্র বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নিয়োমিত ছাত্রছাত্রী উপস্থিতি ও আগামী এসএসসি পরীক্ষা ২০২৪ এর পূর্ব প্রস্তুতি সম্পর্কে ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান,ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সি আই পি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামেও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। এরই ধারাবাহিকতায় শিক্ষক নিয়োগ, বেতন বৃদ্ধি, শিক্ষার্থীদের উপবৃত্তি, বিনামূল্যে বই বিতরণ, ডিজিটাল ল্যাব স্থাপন, অবকাঠামো উন্নয়নসহ অসংখ্য উন্নয়ন হয়েছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি শিক্ষিত জাতি গঠনের। কিন্তু ঘাতকেরা তাকে হত্যা করলেও তার স্বপ্নকে মুছে ফেলতে পারেনি। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্নকে বাস্তবায়ন করে যাচ্ছেন। তাই শিক্ষিত জাতি গঠনে শেখ হাসিনাকে আবারো নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং অত্র বিদ্যালয়ের এসএম সি সভাপতি জনাব সালাউদ্দিন হিরুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দীন, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আসহাব উদ্দীন, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর