আজ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: লামায় বন বিভাগের অভিযানে লক্ষ টাকার গর্জন কাঠ জব্দ।

বান্দরবানের লামায় বন বিভাগের অভিযানে লাখ টাকার গর্জন কাঠ জব্দ


ইসমাইল হোসেন, বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নে সংরক্ষিত বনাঞ্চল থেকে রাতের আঁধারে ১৪ পিস গর্জন গাছ কেটে এনে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়।

১৮ জুলাই বিকাল ৫ ঘটিকার সময় লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলালের নির্দেশে ডলুছড়ি বনরেঞ্জ কর্মকর্তা মোঃ রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ রেজাউল করিম চাটগাঁর সংবাদকে জানান, ‘আজিজ নগর ইউনিয়নের মিশন পাড়া নামক এলাকার রাস্তার পাশে সংরক্ষিত বনাঞ্চল থেকে রাতের আঁধারে কেটে নিয়ে আসা ১৪ পিস গর্জন কাঠ রাখা ছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৪ পিস (১৪ টুঃ=৪৮.৪৯) ঘনফুট গর্জন কাঠ জব্দ করা হয়।’

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর