চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

খাগরিয়া ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জমা’আত লিয়াজোঁ কমিটির স্বাগত জুলুস অনুষ্ঠিত


মুহাম্মদ আরফাত হোসেন:

আহলে সুন্নাত ওয়াল জমা’আত লিয়াজোঁ কমিটি খাগরিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ১২ রবিউল আউয়াল পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়েছে।

১৪ সেপ্টেম্বর (শনিবার) সকালে স্বাগত জুলুসটি খাগরিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে খাগরিয়া ইসলামিয়া (আফছারিয়া) সুন্নিয়া দাখিল মাদ্রাসার হল রুমে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) মাহফিল আহলে সুন্নাত ওয়াল জমা’আত লিয়াজোঁ কমিটি খাগরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাও. শাহ আলম তাহেরীর সভাপতিত্বে মাও. ইসহাক ও মাও. দিদারুল আলম আলকাদেরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন চাগাচর মুছাবিয়া নছিমিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. মোসলেম উদ্দীন নেজামী।

আলোচনায় অংশনেন, মাষ্টার মুহাম্মদ আয়ুব আলী, ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. আবদুল আল হোসাইন, মাও. মো. আবু তালেব মঈনী, মাও. মুহাম্মদ জানে আলম নেজামী, মাও. আবু নাঈম রেজভী, মাও. মুখতার হোসাইন শিবলী, মুহাম্মদ মোরশেদুল আলম। ছাত্রসেনা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) থানা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোসলেহ উদ্দীন, মো. মাসুদ আলম, জোবায়ের মুহাম্মদ জিসান প্রমুখ। পরে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও. রমিজ আহমদ ছমদী।


Related posts

আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৪৫ হাজার টাকা জরিমানা

Saddam Hossain

বরমা কলেজে পুরস্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

Chatgarsangbad.net

দাফনের ১০মাস পরও কবরে মসজিদের ইমামের অক্ষত মরদেহ!

Chatgarsangbad.net

Leave a Comment